পীরগঞ্জের বড়দরগাহ ইউনিয়নে কৃষকের ধান কেটে দিলো উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা। 311 0
পীরগঞ্জের বড়দরগাহ ইউনিয়নে কৃষকের ধান কেটে দিলো উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা।
মো: মোস্তফা মিয়া - পীরগঞ্জে, রংপুর থেকে
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নির্দেশনায় পীরগঞ্জ উপজেলায় এক অসহায় কৃষকের একশো শতক জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল রবিবার পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের চাপাবাড়ি গ্রামের বর্গাচাষী ছামিউল ইসলাম মন্ডলের ১০০ (একশত) শতক জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা।
পীরগঞ্জ উপজেলা ও ঢাকা কলেজের ছাত্রদল নেতা মিলু সরকারের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের ৩০ সদস্যের একটি দল ওই কৃষকের ধান কাটা, মাড়াই ও গোলায় তুলে দেয়ার কাজে অংশ নেয়।
এবিষয়ে ছাত্রদল নেতা মিলূ সরকার বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নির্দেশনায় ছাত্রদলের নেতাকর্মীরা করোনা সংকটকালীন সময়ে এক কৃষকের ধান কাটা ও মাড়াই করে দিয়েছে। ছাত্রদল সব সময় অসহায়, দুস্থ ও বঞ্চিত মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।